Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করবে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:৫৭ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


আর একটু হলেই সাকিবের আঙুল হারাতে হতো কিন্তু তার পরেও যতটুকু রেহায় পেয়েছে তাতে আঙুল আর কখনই স্বাভাবিক হবে না।তবে ক্রিকেটটা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন ডাক্তাররা- এমন আশ্বাস মিলেছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন, সাকিবের জন্য সেরা চিকিৎসা নিশ্চিত করা হবে।

সাকিবের প্রসঙ্গে আকরাম খান জানিয়েছেন, 'আলাপ আলোচনা করেই এশিয়া কাপে খেলেছিল ও। কিন্তু পরে সত্যি ওর হাত দেখে আমরাই ভয় পেয়েছিলাম। তারপরও আল্লাহর রহমতে সিরিয়াস কিছু হয়নি। যেটা হবে ফিজিওর সাথে আমরা কথা বলব যে আগের অবস্থায় কেন গিয়েছিল। সেটা হয়তো আগেই চাইলে সে স্পষ্ট করে দিতে পারত। ইনজুরি খেলারই একটা অংশ, এটাতে আসলে কিছু করার থাকে না। সবচেয়ে সেরা যে চিকিৎসা, সেটা আমরা করার চেষ্টা করব।'

এদিকে চলতি বছর আর মাঠে নামা হচ্ছে না সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা হতে পারে আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর দিয়ে। তবে জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের শুরু থেকেই খেলার ব্যাপারে আশাবাদী ঢাকা ডাইনামাইটস অধিনায়ক।

উল্লেখ্য, গতরাতেই আঙুলের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন সাকিব।সেখান থেকে ফিরে আসলেই জানা যাবে ব্যাট বা বল করতে তাঁর আদৌ কোন সমস্যা হবে কি না?

Bootstrap Image Preview