Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চালকের মতোই সরকারি বাস চালাচ্ছে হনুমান, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হনুমানকে বাস চালাতে দিয়ে চাকরি খোয়ালেন এক সরকারি বাস চালক। পেশাদার চালকের মতোই ঘোরাচ্ছে বাসের স্টিয়ারিং। এমন হাবভাব, যেন প্রতিদিনই সে বাস চালায়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের দেবানাগেরে এলাকায়। বাসটি কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের। হনুমানের বাস চালানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

১ অক্টোবর কর্নাটকের দাওয়ানগিরি থেকে ভারামাসাগর পর্যন্ত বাস চালিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রকাশ। ওই বাসের নিত্যযাত্রীদের তালিকায় রয়েছে ওই হনুমানও। হনুমানটি এক ব্যক্তির পোষ্য। তিনি তাকে নিয়ে রোজ বাসে ওঠেন।

কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, হনুমানটি বাসের এক নিত্যযাত্রীর। তিনি পোশায় শিক্ষক। বাসে উঠেই হনুমানটি চালকের সিটে বসে পড়ে এবং ১০ মিনিট মতো সময় বাস চালানোর নাটক করে। সেই কাণ্ডেরই ভিডিও তোলেন যাত্রীরা। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

হনুমানের এমন কাণ্ডে বিপদে পড়েছেন বাসচালক প্রকাশ। কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে চালককে ডিউটি থেকে সরানো হয়েছে। বিষয়টি নিয়ে একজন বিভাগীয় সিকিউরিটি ইন্সপেক্টরের দায়িত্বে অনুসন্ধানও শুরু হয়েছে। যদি চালকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়, তবে তার কপালে দুর্ভোগ রয়েছে।

এই ভিডিও ভাইরাল হয়ে যায়। কর্নাটক রাজ্য পরিবহণ দফতরের নজরে পড়ে। এতগুলো যাত্রীর জীবন বাজি রেখে এ ভাবে এক হনুমানকে বাস চালাতে দেওয়ার অভিযোগে প্রকাশকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।

Bootstrap Image Preview