Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় অস্ট্রেলিয়ান দম্পতির উপর নিষ্ঠুর নির্যাতন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:১৮ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইন্দোনেশিয়ার বালিতে এক অস্ট্রেলিয়ান পর্যটক দম্পতির ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আঘাতের ফলে দু’জনের পিঠজুড়ে তৈরি হয়েছে ছোপ ছোপ লাল দাগ। স্বামীসহ দ্বীপটিতে বেড়াতে এসে নির্যাতনের শিকার হয়েছেন ওই দম্পতি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার পারিঙ্গা শহরের অধিবাসী ক্যানাডিস রাইসন নামের ওই নারী তার স্বামী ম্যাথিউসহ ছয় দিনের ছুটিতে বালি দ্বীপে বেড়াতে এসেছিলো। হোটেলে এসে শরীর ম্যাসেজ করার সেবা দেয় এরকম প্রতিষ্ঠানের এক ব্যক্তিকে নিজেদের হোটেলে ডাকলে এ নির্যাতনের শিকার হন তারা।

রাইসন নামের ওই নারী বলেন, ‘গো জেক’ নামের ওই সেবাটি নেয়ার জন্য এক ব্যক্তিকে ডাকলে তিনি এসে তাদের মারধর শুরু করেন। অনেক চেষ্টা করলেও তারা নিজেদেরকে ওই ব্যক্তির কাছ থেকে ছাড়িয়ে নিতে পারেন নি।

Bootstrap Image Preview