Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফ্রিকায় টুপি পরে বিতর্কের মুখে মেলানিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৩১ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প পোশাকের জন্য বিতর্ক ও সমালোচনার মুখে পড়ার ঘটনা বিরল নয়। কিন্তু এবারের আফ্রিকা সফরে যে সমালোচনায় পড়েছেন তা একেবারে অনাকাঙ্ক্ষিত।

কেনিয়ায় শিকার অভিযানে তিনি ১৯ শতকের পিথ হ্যাটের আদলে বানানো একটি টুপি পরে বিতর্কে পড়েছেন। ওই টুপির সঙ্গে উপনিবেশিক নিপীড়নের সম্পর্ক তুলে ধরে তার সমালোচনা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে মেলানিয়ার সমালোচনার কারণ মূলত পিথ হ্যাট নামের ওই টুপিটি। এই টুপির সঙ্গে ঔপনিবেশিক যোগসূত্র রয়েছে।

১৯ শতকে ইউরোপীয় খনি মালিকরা এই টুপি পরতেন। এতে তীব্র গরম থেকে রক্ষা পাওয়া যেত। দ্রুতই তা স্থানীয় কমান্ডিং অফিসারদের উর্দিতে পরিণত হয়।

এরাই স্থানীয় সেনাদের নেতৃত্বে ছিল। স্থানীয়দের কাছে এই টুপি হয়ে ওঠে নিপীড়নকারী এবং ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে। ইউসি রিভারসাইডের আফ্রিকান রাজনীতি বিশেষজ্ঞ কিম ডিওন বলেন, আফ্রিকা সফরে পিথ হেলমেট পরা মেলানিয়ার পোশাক পছন্দের চেয়ে বেশি কিছু। এটা হচ্ছে আফ্রিকার সম্পর্কে তার পুরনো ধারণার বহিঃপ্রকাশ।

অনেকেই মেলানিয়াকে আউট অব আফ্রিকা চলচ্ছিত্রের মেরিল স্ট্রিপের চরিত্রের সঙ্গে তুলনা করছেন।

চারটি দেশ সফরের উদ্দেশে এখন তিনি আফ্রিকায়। মঙ্গলবার সকালে ঘানায় পৌঁছান তিনি।

Bootstrap Image Preview