Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতে ৪০ ফুট উঁচু একটি বিলবোর্ড ভেঙে পড়ায় চাপা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। শুক্রবার সকালে মহারাষ্ট্রের পুনে শহরের জুন্না বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিজ্ঞাপনের জন্য পুনে রেলওয়ে বিভাগের জায়গায় বিলবোর্ডটি রাখা ছিল। শুক্রবার সকালে হঠাৎ বিলবোর্ডটি ভেঙে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, রেলের জায়গায় বিজ্ঞাপনের জন্য ওই বিলবোর্ডটি রাখা হয়। সকালের দিকে সরাতে গিয়ে হঠাৎ করে লোহানির্মিত বিরাটাকার বিলবোর্ডটি ভেঙে পড়ে। বিলবোর্ডে চাপা পড়ে ৬টি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও তিনটি দুই চাকার যান ভেঙে চুরমার হয়ে যায়। এতে দুই রিকশায় থাকা চারজন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

বিলবোর্ডের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। 

Bootstrap Image Preview