Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চার মাসের নিষেধাজ্ঞায় শেহেজাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০১:৩৮ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০১:৩৮ PM

bdmorning Image Preview


এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এমনিতেই চাপে পাকিস্তান ক্রিকেট৷ এবার ডোপিং কাণ্ডে মুখ পুড়ল পাকিস্তানের৷ ডোপিং কোড ভাঙায় টেস্ট ক্রিকেটার আহমেদ শেহজাদকে চার মাস নির্বাসনে পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷

শাস্তি ঘোষণার পর দোষ স্বীকার করে নিয়েছেন শেহেজাদ৷ টুইটে পাক টেস্টে ব্যাটসম্যান লিখেছেন, ‘অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে কোন ঔষুধ খাব সেটা সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত ছিল৷ অজান্তে হলেও নিজের এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী৷ নির্বাসন কাটিয়ে দ্রুতই ক্রিকেট মাঠে ফিরতে চাই৷ এই শাস্তি থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব৷ আশা করি ব্যাট হাতে দারুণ একটি প্রত্যাবর্তন করতে পারব৷’

গত ১০ জুলাই শেহজাদের মেডিক্যাল রিপোর্ট আসতে তাকে সাময়িত ভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি।শেহজাদের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ১০ নভেম্বর। এর মাঝের সময়টায় পুনর্বাসনের অংশ হিসেবে পিসিবির বিভিন্ন অনুষ্ঠানে অ্যান্টিং-ডোপিং বক্তব্য দিতে হবে তাকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, ‘ডোপিং অপরাধে কোনও রকম নরম হবে না বোর্ড৷ অপরাধ করলে শাস্তি পেতেই হবে৷ সবার ক্ষেত্রেই নিয়ম এক৷’

পাকিস্তানের হয়ে ২৬ বছরের শেহজাদ ১৩টি টেস্ট, ৮১টি ওয়ান ডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ পাক বোর্ডে বিবৃতিতে জানিয়েছেন ১০ জুলাই থেকে নির্বাসনে আহমেদের উপর শাস্তি ধার্য করা হয়েছে৷ ১১ নভেম্বর থেকে ক্রিকেট মাঠে ফিরতে পারবেন শেহজাদ৷

Bootstrap Image Preview