Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে মদের আসর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৩৫ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিঁড়ির শেষ মাথায় একটি কক্ষ। সাধারণত কেউ যায় না সেখানে। কিন্তু কিছু মানুষ সেখানে প্রতিদিনই যাতায়াত করে। তাদের ফেলে রাখা মদের বোতল অন্যান্য সামগ্রী পড়ে আছে সেখানে।

এটা পরিতক্ত কোনও বাড়ি বা ফ্ল্যাট নয়। এমনকি নির্মীয়মাণ কোনও বহুতলও নয়। এই ছবি ধরা পড়েছে খোদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে!

শতাব্দী প্রাচীন এই হাসপাতালের এমসিএইচ বিল্ডিংয়ের একবারে উপরে, চারতলায় যেখানে সিঁড়ি শেষ হয়েছে, সেখানেই রাতেরবেলা এই মদের আসর বসে বলে বহু দিন ধরেই অভিযোগ। মেডিক্যাল কলেজের মতো সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এমন ছবিতে যথেষ্ট অস্বস্তিতে কর্তৃপক্ষ।

কলকাতা মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীল ঘোষ বলেন, ‘‘এ রকম ঘটনা বাঞ্ছনীয় নয়। নির্দিষ্ট করে কোনও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

 

হাসপাতালের এক কর্মী বলেন, হাসপাতালেরই কয়েকজন রয়েছেন যারা রাতের অন্ধকারে ওখানে মদ খান। এখানে মদ খেতে তো আর বাইরে থেকে লোক আসবে না। আর যেখানে এই বোতলগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষ অর্থাৎ রোগী বা রোগীর পরিবারের লোকজনের যাতায়াত নেই।

Bootstrap Image Preview