Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাশিয়া-ভারত চুক্তি সই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৭:১০ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাশিয়া থেকে এস-৪০০ কেনার চুক্তি সই করেছে ভারত। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন পুতিন। এদিন প্রতিরক্ষাসহ বেশ কয়েকটি বিষয়ে উভয় দেশের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ভারত সফরে দিল্লি পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

রাশিয়ার সঙ্গে ভারতের এই সামরিক চুক্তি ট্রাম্প প্রশাসনকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে আসছিল। রাশিয়া থেকে এস-৪০০ কিনলে অবরোধ দেয়া হবে বলে বারবার সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু যুক্তরাষ্ট্রের হুমকিকে উপেক্ষা করে প্রেসিডেন্ট পুতিনের রাশিয়ার সঙ্গে ৫০০ কোটি মার্কিন ডলারের এই প্রতিরক্ষা চুক্তি করল নয়াদিল্লি। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুতিনের সফরে এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ছাড়াও মস্কো ও নয়াদিল্লির মাঝে ২০টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট পুতিন ছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বোরিসোভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, শিল্প-বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্তুরোভ।

৫ পাঁচ বিলিয়ন ডলারের এই চুক্তিকে নয়াদিল্লিকে পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ ট্রায়াম্ফ দেবে রাশিয়া। এছাড়া মহাকাশ ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করতে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি।

চুক্তি অনুযায়ী রাশিয়ার সাইবেরিয়াতে নভোসিবিরক্স শহরে একটি পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করবে ভারত।

Bootstrap Image Preview