Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া ছাড়বে না তুরস্ক: এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:৩৩ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্ক সিরিয়া ছেড়ে যাবে না যতদিন পর্যন্ত দেশটির জনগণ সেখানে একটি নির্বাচন আয়োজন করতে পারে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান একথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার এক ফোরামে তিনি বলেন, যখন সিরিয়ার লোকজন একটি নির্বাচনে অংশ নেবে। আমরা সিরিয়াকে তার মালিকের কাছে ছেড়ে দিয়ে চলে আসব।

উত্তর সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐকমত্য পোষণ করেন এরদোগান। যার সীমানা হবে ১২ থেকে ১৫ কিলোমিটার।

তিনি বলেন, ইদলিবে মৌলবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে কোনো আলোচনায় বসে জটিলতায় যাবে না তুরস্ক।

ইদলিব জিহাদিদের সবচেয়ে শক্তিশালী জোট আল কায়েদা সংশ্লিষ্ট হায়াত আল তাহরির আল শামের যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি। জাতিসংঘের সঙ্গে তাল মিলিয়ে যাদের গত আগস্টে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তুরস্ক।

Bootstrap Image Preview