Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগান যুদ্ধে চলতি বছরে ৭ মার্কিন সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৪:৫৪ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানে যুদ্ধে বৃহস্পতিবার এক মার্কিন সেনা নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এ নিয়ে চলতি বছর সাত সেনা নিহত হন বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল।

ন্যাটো বলেছে, ওই সেনা নিহতের ঘটনায় একটি তদন্ত চলছে। সে ন্যাটো রেজাল্যুট সাপোর্ট মিশনের কর্মরত ছিল।

বিস্তারিত জানাতে অস্বীকার করে ওয়াশিংটনে পেন্টগান রিপোর্টারদের ভোটেল বলেন, নিহত সদস্যের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।-খবর এএফপির।

পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে ১৪ হাজারের কাছাকাছি মার্কিন সেনা রয়েছে। গত ১৭ বছরের যুদ্ধে তাদের দুই হাজার চারশর বেশি সেনা মারা গেছে।

তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সেনাদের প্রশিক্ষণ ও নির্দেশনা দেয়ার কাজটিই বেশি করছে মার্কিনিরা। ২০০১ সালে তালেবানকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছিল।

এ যুদ্ধে সফলতা নিয়ে সন্দেহ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্প প্রশাসন তালেবানের সঙ্গে শান্তিচুক্তিতে মধ্যস্থতা করার প্রতিই জোর দিয়েছে।

মার্কিন সমর্থিত আফগান বাহিনী তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ভোটেল বলেন, চলতি বছরে আফগান সামরিক বাহিনীতে হতাহত বাড়ছে। যদিও ট্রাম্প প্রশাসন আফগানদের প্রতি সমর্থনও বাড়িয়েছে।

Bootstrap Image Preview