Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুশ ক্ষেপণাস্ত্র কিনলে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে এখন ভারতে  ভারত রাশিয়ার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে রাশিয়া থেকে ৫শবিলিয়নেরও বেশি মূল্যের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করার চুক্তি করতে পারে ভারত

এদিকে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টিকে ইতিবাচক দেখছে না যুক্তরাষ্ট্র দেশটি ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে, রুশ ক্ষেপণাস্ত্র কিনলে ভারত মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে

রয়টার্সের খবরে জানিয়েছে, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কাউন্টারিং আমেরিকা অ্যাডভার্সারিস থ্রো স্যাংকশন অ্যাক্ট (কাটসা) আইন অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিষিদ্ধ

তাই রাশিয়ার সঙ্গে অস্ত্র বিনিময় না করতে আমাদের মিত্র অংশীদারদের প্রতি আহ্বান জানাই না হলেকাটসা আইনঅনুযায়ী সংশ্লিষ্ট দেশ মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে তবে যুক্তরাষ্ট্র এর মিত্রদের জন্য হুমকি না হলে এবং ওই দেশ রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি কমাচ্ছে এমনটি প্রমাণ হলে, আইন অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো দেশকে বিশেষ সুযোগ দিতে পারেন

ভারতিয় সংবাদসংস্থা দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আশা করছে, ট্রাম্প প্রশাসন হয়তো ভারতকে বিশেষ বিবেচনায় নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেবে কিন্তু যুক্তরাষ্ট্র যে আসলেই ভারতকে বিশেষ সুযোগ দেবে তেমন পরিষ্কার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি রাশিয়া থেকে সু-৩৫ ফাইটার জেট এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার দায়ে গত মাসে চীনের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বিশেষ বিবেচনা না করলে ভারত যুক্তরাষ্ট্রের পরবর্তী নিষেধাজ্ঞার শিকার হতে যাচ্ছে

Bootstrap Image Preview