Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'চুরি বিদ্যায়' রেকর্ড ভারতীয়দের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৯ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চুরি বিদ্যায় বেকর্ড গড়ে হতবাক করে দিয়েছেন ভারতীয় ট্রেনযাত্রীরা। ভারতের রেলওয়ে বিভাগের প্রকাশিত এক রিপোর্টে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

১.৯৫ লাখ তোয়ালে। ৮১,৭৩৬ চাদর। ৫,০৩৮ বালিশ। ৫৫,৫৭৩ বালিশের কভার। ৭,০৪৩ কম্বল। গোটা বছরে এত পরিমাণ সম্পত্ত হারিয়েছে ভারতীয় রেল। এমনই তথ্য দিয়েছেন রেল কর্তারা। শুধু তাই নয়। চোরের হাত থেকে রেহাই পায়নি শৌচাগারের মগ, কল, ফ্লাশ পাইপ। গত তিন বছরে সব মিলিয়ে চার হাজার কোটি টাকার সম্পত্তিহানি হয়েছে রেলের। আর এবার  চোরের দাপটে নড়চড়ে বসেছে ভারতীয় রেল।

ভারতীয় যাত্রীরা রেলযাত্রার সময় বেডশিট, বালিশের ওয়্যার, এমনকি বাথরুমের তোয়ালেও চুরি থেকে বাদ দেয়নি। এই তালিকায় আরও রয়েছে সিলিং ফ্যান, বাথরুমের মগও যা পেয়েছেন নিজের মনে করে ব্যাগে ঢুকিয়ে ফেলেছেন।

রিপোর্ট বলছে ২০১৭-১৮ সালে যাত্রীদের কাছ থেকে প্রায় ২ দশমিক ৯৭ কোটি টাকার চুরি করা জিনিস উদ্ধার করেছে আরপিএফ। এর মধ্যে রয়েছে লোহার গ্রিল, বাথরুমের শাওয়ারও। এমনকি রেলের ট্র্যাক থেকে লোহার পাতও নাকি চুরি করেছেন কিছু যাত্রী।

পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কোন দ্রব্য কী পরিমাণে চুরি হয়েছে।

এছাড়া চুরির তালিকায় দেখা যাচ্ছ, ২০০টি পানির মগ, যা প্রতিটি বাথরুমে লোহার চেন দিয়ে বাঁধা থাকে, তাও চুরি করা হয়েছে নির্দ্বিধায়। খুলে নেয়া হয়েছে ১ হাজারটি লোহার কল ও ৩০০টিরও বেশি ফ্ল্যাশপাইপ।

রেলের জন সংযোগ কর্মকর্তা সুনীল উদাসি জানান, ২০১৮ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৭৯ হাজার ৩৫০টি তোয়ালে, ২৭ হাজার ৫৪৫টি বেডশিট, ২১ হাজার ৫০টি বালিশের কভার, ২ হাজার ১৫০টি বালিশ ও ২ হাজার ৬৫টি কম্বল চুরি গিয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে অনেক ক্ষেত্রে বাথরুম থেকে শাওয়ার, জানলার গ্রিলও চুরি যাচ্ছে। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় এইসব সামগ্রী উদ্ধারে সক্ষম হচ্ছে রেল পুলিশ। তবে অনেক ক্ষেত্রেই রেলের সম্পত্তি উদ্ধার সম্ভব হয় না। ফলে গত তিন বছরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। রেলের এক উচ্চপদস্থ কর্তা বলছিলেন, চলতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৮০ হাজার তোয়ালে ট্রেন থেকে চুরি গিয়েছে।

Bootstrap Image Preview