Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আঙুল নিয়ে এবার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৭:৩১ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৭:৩১ PM

bdmorning Image Preview


সাকিবের আঙুলের অবস্থা এখন ভালো।তাঁর পরেও আঙুলের চোটের অবস্থা বুঝতে শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাচ্ছেন সাকিব আল হাসান সেখানে হস্ত বিশেষজ্ঞ ডা. গ্রেগ হয়ের পরামর্শ নেবেন তিনি

সাকিবের প্রসঙ্গে  বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানালেন, সাকিবের বর্তমান অবস্থা উন্নতির দিকে পুরো অবস্থা জানতে শুক্রবারই অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে তাকে, ‘পর পর দুবার তিন চারদিনের ব্যবধানে কিছু পুঁজ বের করা হয়েছে ওর অবস্থা উন্নতির দিকে ব্যথা আগের থেকে অনেকটাই কমে এসেছে

তিনি আরও বলেন,আপাতত এন্টিবায়োটিক চিকিৎসার মধ্যেই আছে আমরা আশা করছি এই ধরনের চিকিৎসা আরও সপ্তাহ খানেক চলার পর সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে আমরা চাইছি অস্ট্রেলিয়ায় হ্যান্ড সার্জনের তত্ত্বাবধায়নের ওর অপারেশন প্লান করা আছে সেই গ্রেগ হয়ের কাছে একবার পাঠানোর দুটো কারণে, এখানকার হাতের অবস্থাটা আসলে কি, সার্জারির দরকার আছে কিনা আগামীতে যদি হয়ে থাকে প্লানটা কি হবে এসব মিলিয়ে আমরা পাঠাচ্ছি উনার এপয়নমেন্ট পাওয়া সাপেক্ষে শুক্রবার সাকিব হয়ত অস্ট্রেলিয়া যাবে

ঘরের মাঠে চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে খেলার সময় হাতে আঙুলে চোট পান সাকিব।সেই সময় তাঁর যে অবস্থা ছিলো পুরোপুরি সারাতে দরকার অস্ত্রোপচারেরকিন্তু তখন সেটা করা হয়নি। এরপর এশিয়া কাপ চলাকালীন এই অস্ত্রোপচার করাতে চান সাকিব। কিন্তু দেশের কথা ভেবে এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেন। এরপর আঙুলের ব্যথা সইতে না পেরে সেমিফাইনাল না খেলেই দেশে ফিরে এসে অপারেশন করান।

Bootstrap Image Preview