Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিটন দাসের তিন বছর আগের ফেসবুক পোস্ট নিয়ে চারিদিকে তোলপাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে তা না হলে এমন হবে কেন? তিন বছর আগের পুরানো একটি ফেসবুক পোস্ট  নিয়ে হঠাৎ তোলপাড় শুরু হয়ে গিয়েছে চারিদিকে।বলছি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের কথা। তিন বছর আগে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন লিটন সেই সময় সাম্প্রদায়িক আক্রমণের শিকার হন এই ডান হাতি ব্যাটসম্যান। যে কারণে তিনি সেই পোস্ট রিমুভ করতে বাধ্য হন

দীর্ঘ দিন পর সেই ফেসবুক পোস্ট নিয়ে আবারো তোলপাড় শুরু হয়েছে।সম্প্রতি কিছু অনলাইন পোর্টালও যাচাই না করে নিউজ করেছেযদিও এই ঘটনা মিথ্যা নয় কিন্তু অনেক পুরাতন।

শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে সেই সময় লিটন লিখেছিলেন, ‘সকলকে জানাই শারদীয় দুর্গা পূজার প্রাণ ঢালা শুভেচ্ছা অনেক অনেক  আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি প্রহর।সবাই সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন

'একজন অসহায় মুসাফির' নামে আইডি থেকে মন্তব্যে বলা হয়: 'ইসলামে মূর্তিপূজা হারাম যেহেতু আপনি বাংলাদেশে থাকেন এবং এদেশের অধিকাংশ লোক ইসলাম ধর্মের অনুসারী অতএব আপনি ফটোটা (দেবী দুর্গার মূর্তি) রিমুভ করুন'

এই ধরণের আরও অনেক মন্তব্য করা হয়েছিলো লিটনের সেই পোস্টে।

Bootstrap Image Preview