Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের নতুন আইকন লিটন, ঝুলে থাকল মুশফিকের ভাগ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৩:২৫ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৩:২৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে নতুন আইকন ক্রিকেটার হিসেবে দেখা যাবে এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাসকে। গতকাল মঙ্গলবার নতুন আইকন ক্রিকেটার হিসেবে লিটন দাসের নাম চূড়ান্ত করে সিলেট সিক্সার্স।

লিটন দাস বিপিএলের পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন। কিন্তু ষষ্ঠ আসরে কুমিল্লা আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে ধরে রাখায় লিটনকে তাদের ছাড়তেই হতো। কারণ এক দলে দুই জন আইকন ক্রিকেটার রাখা যাবে না। তাই এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ছেড়ে দিলে নতুন দলে তাঁর অন্তর্ভুক্তি এক প্রকার নিশ্চিত ছিল।

এই সুযোগটি কাজে লাগিয়ে লিটন দাসকে নতুন আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে সিলেট সিক্সার্স। সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলের সর্বশেষ পঞ্চম আসরে আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই ধারণা করা হয়েছিল সাব্বির এবার আর আইকন ক্রিকেটার থাকছেন না।

 

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দূর্দান্ত ফর্মে রয়েছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের পারফরম্যান্সের পর সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার অসাধারণ সেঞ্চুরি আইকন ক্রিকেটার হিসেবে তাঁর অন্তর্ভুক্তি অনেকটা সহজ করে দেয়।

গত আসরের আইকন ক্রিকেটার নির্বাচীত হওয়া সাব্বির রহমান ও সৌম্য সরকারের পরিবর্তে বিপিএল ষষ্ঠ আসরে মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের নাম আইকন ক্রিকেটারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।আইকনের তালিকায় থাকা অন্য ৫ ক্রিকেটারের মধ্যে মাশরাফিকে ধরে রেখেছে রংপুর, সাকিবকে ঢাকা, তামিমকে কুমিল্লা, মাহমুদুউল্লাহ খুলনা, আর রাজশাহীর আইকন হয়েছেন মুস্তাফিজ।

মুস্তাফিজকে আইকন হিসেবে বেঁছে নেওয়ায় উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিককে ছাড়তে হয়েছে রাজশাহী। তবে মুশফিক ষষ্ঠ আসরে কোন দলে আইকন হিসেবে যাচ্ছেন তা এখনো নিশ্চিত হযনি। যদিও প্রথমদিকে সিলেটের আইকন হিসেবে মুশফিক নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল।

সিলেট লিটনকে বেঁছে নেওয়ায় মুশফিকের ভাগ্য এক রকম ঝুলেই থাকল। কারণ আইকন বাছাই করেনি শুধু মাত্র চিটাগং ভাইকিংস। কিন্তু বিপিএলের ষষ্ঠ আসরে অংশগ্রহণ করতে অনিচ্ছুক। যদিও তাদের ফ্রাঞ্চাইজি নিতে অনেকেই আগ্রহ দেখিয়েছে। কিন্তু এখনো নিদিষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

Bootstrap Image Preview