Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করল আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০২:৩৮ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০২:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এর আগে জাতিসংঘে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন ইরানে গোপন পারমাণবিক গুদাম রয়েছে। এর পরিপেক্ষিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইসরাইলের ওই অভিযোগ আমলে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

জাতিসংঘের পরমাণুবিষয়ক এ তদারকি সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানো এক বিবৃতিতে বলেছেন, ইরানের কথিত গোপন পরমাণু স্থাপনা সম্পর্কিত তথ্য তার সংস্থাকে দেয়া হয়েছে; কিন্তু এসব তথ্যকে আমলে নেয়া হয়নি।

আমানো বলেন, আইএইএ বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে গভীরভাবে নজরদারি করেছে। কাজেই সব কিছুর আগে এ সংস্থার স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা রক্ষা করতে হবে।

ইউকিয়া আমানো তার বিবৃতিতে সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে কথা না বললেও নেতানিয়াহুর ইরানসংক্রান্ত দাবির পর এই প্রথম আইএইএর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হল।

ইউকিয়া আমানোর বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি মনে রাখতে হবে- বর্তমান তদারকি ব্যবস্থার আওতায় আইএইএ যখন প্রয়োজন মনে করবে, তখন ইরানে পর্যবেক্ষক পাঠাবে।

Bootstrap Image Preview