Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের উত্তর কোরিয়া যাচ্ছেন মাইক পম্পেও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০১:৫৩ PM

bdmorning Image Preview


পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ফের আলোচনা শুরু করতে  উত্তর কোরিয়া যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আগামী রবিবার কিম জং উনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। আরেক দফা ট্রাম্প-কিম বৈঠক আয়োজনের চেষ্টা চালাতে থাকা পম্পেও জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নুয়েটের বলেছেন, এর পাশাপাশি উত্তর কোরিয়ার প্রধান মিত্র দেশ চীনও সফর করবেন পম্পেও।

এই সফর অনুষ্ঠিত হলে এটা হবে উত্তর কোরিয়ায় মাইক পম্পেও এর চতুর্থ সফর। দেশটির পারমাণবিক ও ব্যালেস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় এসব সফর করেছেন তিনি। পিয়ংইয়ং আশা করে চুক্তিতে পৌঁছাতে পারলে শাস্তিমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে তারা।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নুয়েটর্ সাংবাদিকদের বলেন, এই দরকষাকষি স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার বিষয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পার্শ্ববৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং এর সঙ্গে এক বৈঠকের সময় পম্পেওকে এই সফরের আমন্ত্রণ জানানো হয়। শনিবার টোকিও থেকে নিজের সফর শুরু করবেন পম্পেও। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করবেন তিনি। দীর্ঘদিন উত্তর কোরিয়া নিয়ে কঠোর অবস্থানে থাকা অ্যাবে সম্প্রতি কিমের সঙ্গে সাক্ষাতের আগ্রহ দেখিয়েছেন।

রবিবার পিয়ংইয়ং সফর শেষে সিউলে যাবেন পম্পেও। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মান জায়ে-ইন এর সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখান থেকে বেউজিং সফর করবেন পম্পেও। তবে সেখানে কার সঙ্গে বৈঠক হবে তা জানানো হয়নি।

গত জুন সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফা চিঠি চালাচালির পর গত শনিবার ট্রাম্প সমর্থকদের এক সমাবেশে বলেছেন তারা একে অপরের প্রেমে পড়েছেন।

Bootstrap Image Preview