Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থীকে ছুরিকাঘাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০১:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ব্রাজিলের কট্টর ডানপন্থী নেতা জাইর বোলসোনারো ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাসে ভিড়ের মাঝে ৬৩ বছর বয়সী এই রাজনী তিবিদকে ছুরিকাঘাত করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হয়েছে, বলসোনারোকে জুইজ দ্য ফোরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। হামলার কারণে লিভারে ‘বড় ধরনের’ আঘাত পেয়েছেন ৬৩ বছর বয়সী ওই রাজনীতিবিদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোলসোনারোর সমর্করা তাকে উপরে তুলে ধরে সমর্ন করছিল। ঠিক তখন তার নিচের অংশে একটি ছুড়ি দিয়ে আঘাত করা হয়। এর পর তার সমর্থকরা তাকে নিচে নামিয়ে দ্রুত একটি প্রাইভেটকারে তোলে।

এদিকে ঘটনার পর ৪০ বছর বয়সী অ্যাডিলো নামের এক সন্দেহভাজন হামলাকরীকে আটক করেছে পুলিশ।

আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ডানপন্থি দলের এই সাবেক সেনা কর্মকর্তা বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল।

Bootstrap Image Preview