Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেডিকেলের ফার্মেসিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফার্মেসিতে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মেডিকেল কলেজ চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসির সামনে হাসপাতালটির জরুরি বিভাগ। বুধবার সকাল আটটার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে লেগে পড়ে। এখন পর্যন্ত ২৫০ রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অনেক রোগী হেঁটেই নিরাপদ স্থানে চলে যান। গুরুতর অসুস্থ রোগীদের স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়। আগুনে ফার্মেসির অনেক ওষুধ পুড়ে যায়।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে হুড়োহুড়ি লেগে যায়। বহু রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক রোগীকে হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে।

Bootstrap Image Preview