Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে নিহত ১ শিশু, আহত ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১১:৪০ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১১:৪০ AM

bdmorning Image Preview


ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার নাগেরবাজার এলাকার একটি বহুতল ভবনের সামনে বোমা বিস্ফোরণে বিভাস ঘোষ নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়া শিশুটির মাসহ আহত হয়েছেন আরও ১৩ জন।

আজ স্থানীয় সময় সকাল ৯টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  বিস্ফোরণে আশপাশের বাড়িঘরের দরজা-জানালার কাচ ভেঙে যায়। দোকানের শাটার দুমড়েমুচড়ে যায়।

পুলিশ কমিশনার রাজেশ কুমার সিং বলেন, কম ক্ষমতাসম্পন্ন সকেট বোমার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সময় শিশুটি তার মায়ের সঙ্গে ফলের দোকানের সামনে ছিল। ঘটনার পর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে বিভাসের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের কলকাতার পিজি ও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে আসে বোমা স্কোয়াড ও সিআইডির দল। তারা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।

বিস্ফোরণ হওয়া ভবনের পাশেই দক্ষিণ দম দম পৌরসভার চেয়ারম্যানের পাঁচু রায়ের কার্যালয়। তিনি অভিযোগ করেছেন, তাকে লক্ষ্য করেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Bootstrap Image Preview