Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১১:২৩ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১১:৩১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পরই প্রায় আড়াইশ রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে মেডিকেল কলেজ ভবনের একটি ওষুধের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

হাসপাতাল চত্বরে অবস্থিত একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকেই তা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। কলকাতা মেডিকেল কলেজে চত্বরে মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলিয়ে একাধিক ভবন রয়েছে। আগুন লাগার ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সব মহলেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

যে ওষুধের দোকানে আগুন লাগে, তা রয়েছে এমসিএইচ বিল্ডিং-এ। বহু রোগীকে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে এগিয়ে এসেছেন রোগীর পরিজনরা। পুরো চত্বরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ ধোঁয়া।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কলকাতার মেয়র ও তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Bootstrap Image Preview