Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩৪৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


ইন্দোনেশিয়ায় ভূমিকম্প  সুনামির আঘাতে নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৭ জনে। এই সুনামির আঘাতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

মঙ্গলবার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

বিবিসি বলছে, এখনও ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

পালু শহরের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। সেখানে খুবই কম পরিমাণ বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। খাবার এবং পানির জন্য হাহাকার চলছে শহরে।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে গত শুক্রবার সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সৃষ্ট সুনামির ফলে ভেসে যায় পালু শহর।

ভূমিকম্প ও সুনামিতে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধসে শহরের প্রধান প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে লোকজন।

Bootstrap Image Preview