Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিটনের আউটের প্রতিবাদে বিরাট কোহলির ‘ফেসবুক আইডি’ হ্যাক করলো টাইগার সমর্থকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১১:৪২ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১১:৪২ PM

bdmorning Image Preview


২০১৫ বিশ্বকাপের কোয়ার্টারে ভারতের কাছে হারে টাইগাররা৷ সেবার রোহিতের আউট, নো বল ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোরগোল পড়ে গিয়েছিল৷সেই রেশ টাইগার ক্রিকেটপ্রেমীদের এখনো বিরাজমান

তিন বছর পরে এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের স্টাম্পিং নিয়ে ঠিক একই রকম বিতর্ক৷ আউট না নট আউট? সেই নিয়ে এখনও চর্চা তুঙ্গে ফেসবুকে৷

অভিযোগ ইচ্ছাকৃতভাবে ভারতকে বাড়তি সুবিধে করে দেওয়া হয় প্রতি টুর্নামেন্টে৷ সব বিতর্ককে এবার ছাপিয়ে গেল হ্যাকিংয়ের ঘটনা৷

সেই জের ধরে, বিরাট কোহলির ওয়েবসাইট হ্যাক করেছে টাইগার সমর্থকরা। এশিয়া কাপের ফাইনালের রাত ২৮ সেপ্টেম্বর কোহলির ওয়েবসাইটটি হ্যাক করা হয়৷ এরপর ওয়েবসাইটে লিটনের স্টাম্পিংয়ে ছবি পোস্ট করে দেয় বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স নামের এই হ্যাকার বাহিনী ২৯ সেপ্টেম্বরহ্যাকিংএর তথ্যটি নিজদের ফেসবুক পেজে নথি-প্রমাণসহ প্রকাশ করে হ্যাকার’  গ্রুপ৷

Bootstrap Image Preview