Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়াকে সরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৭:১২ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৭:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে অস্ত্র ব্যবসা কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, একটি অসুস্থ ও নীতিহীন প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে আন্তর্জাতিক সমরাস্ত্রের বাজার থেকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়ে চায় যুক্তরাষ্ট্র।

রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোয় সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অস্ত্রের বাজার থেকে রাশিয়াকে সরিয়ে দেয়ার অশুভ লক্ষ্যে ওয়াশিংটন এই অনৈতিক খেলা খেলছে। একটি অসুস্থ ও নীতিহীন প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে আন্তর্জাতিক সমরাস্ত্রের বাজার থেকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়ে চায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার চীনের একটি সামরিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম কেনার পর ওই সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরই রাশিয়া এমন প্রতিক্রিয়া দেখিয়েছে।

এ ছাড়া সম্প্রতি মার্কিন প্রশাসন রাশিয়ার ৩৩ জন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপের অভিযোগে গত এপ্রিলে রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

Bootstrap Image Preview