Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়েতি কর্মকর্তার মানিব্যাগ চুরি করে বরখাস্ত পাকিস্তানি যুগ্মসচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৫:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কুয়েতের একটি সরকারি প্রতিনিধি দল এসেছিলেন পাকিস্তানে। পাকিস্তানে বিনিয়োগের ব্যাপারে আলোচনার জন্য ইসলামাবাদে অবস্থান করছিল প্রতিনিধি দলটি। একটি রেস্টুরেন্টে পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য বসে তারা। কিন্তু আলোচনা শেষে যখন সবাই উঠে যান তখন ভুল বসত নিজের মানিব্যাগটি ফেলে যান কুয়েতি এক আমলা।

অন্যদিকে লোভ সংবরণ করতে পারেননি এক পাকিস্তানি যুগ্মসচিব। তিনি সেই মানিব্যাগটি নিয়ে নিজের পকে ঢোকান।

পরে কুয়েতি আমলা তার ওয়ালেট হারানোর বিষয় পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করেন। এ ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ছয় সেকেন্ডের ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। শিল্প মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, পাকিস্তানের শিল্প ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেয় কুয়েতের প্রতিনিধি দল। সেখানে নিজের মানিব্যাগ হারিয়ে ফেলেন কুয়েতের প্রতিনিধি দলের এক সদস্য। তা খোঁজ করতে গিয়েই সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয়। এরপরই ধরা পড়ে যান হায়দার খান।

তার দাবি, মানিব্যাগ ফেরত দিতে চেয়েছিলেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, যিনি মানিব্যাগটি চুরি করেছিলেন তার নাম জার্রার হাইদার খান। তিনি শিল্প ও উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব।

Bootstrap Image Preview