Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪ হাজার টাকায় মিলবে সৌদি ভিসা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


সাইদুল ইসলামসৌদি আরব প্রতিনিধি:

সৌদি আরবে চালু হতে যাচ্ছে টুরিস্ট ভিসা। আগামী ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে ১৪ দিনের জন্য এ ভিসা প্রদান করা হবে ১৪ হাজার ৪০০ টাকায়। তবে প্রাথমিকভাবে এ ভিসা শুধুমাত্র রিয়াদে অনুষ্ঠিতব্য মোটররেস উপভোগ করার জন্য দেয়া হবে।

সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী আদ দিরিয়ায় আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে 'ই প্রিক্স' মোটররেস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সমগ্র বিশ্ব থেকে মোটররেস প্রেমীদের সৌদি ভ্রমণের সুযোগ করে দেয়ার জন্যই টুরিস্ট ভিসার এ সুযোগ তৈরী করা হল।

সৌদি জেনারেল স্পোর্টস অথরিটির অধীনে অনুষ্ঠিতব্য 'ই প্রিক্স' মোটররেস উপভোগের টিকেট ক্রয় করা যাবে অনলাইনে। আর এ টিকেটের অধীনে 'শারিক' ওয়েবসাইটের মাধ্যমে ভিসার আবেদন করলেই ফিরতি ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে তার ভিসা অনুমোদনের বিষয়টি।

সৌদি স্পোর্টস থিরিটির ভাইস চেয়ারম্যান যুবরাজ আব্দুল আজীজ বিন তুর্কী আল ফয়সাল আল সৌদ বলেন, এটা আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দময় মাইলফলক যে আমরা একটি আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করতে যাচ্ছি। যখন কোন আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করা হয়, তখন আন্তর্জাতিক খেলাপ্রেমী থাকবে এবং তারা খেলা উপভোগ করতে চাইবে। এটা অত্যন্ত আনন্দদায়ক বিষয় যেপর্যটকগণ খেলার মাধ্যমে সৌদি আরব দেখার সুযোগ পাবে।

সৌদি সংবাদমাধ্যম 'আরব নিউজ'র এক প্রতিবেদন থেকে জানা যায়,  প্রিক্স' মোটররেস প্রতিযোগিতাটি যে শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে (আদ দিরায়া শহর) সেটি ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক ট্যুরিস্ট শহর। আর ১৪ দিনের জন্য এই রেস উপভোগ করতে ভিসা খরচ হবে মাত্র ৬৪০ রিয়াল (১৪ হাজার ৪০০ বাংলাদেশি তাকা)।

এদিকে ওমরা পালনকারীরাও সৌদি আরবে টুরিস্ট সুবিধা পেতে যাচ্ছেন। ডেপুটি হজ্জ ও ওমরাহ মন্ত্রী আব্দুল ফাত্তাহ মাসহাতের বরাত দিয়ে সৌদি আরবি পত্রিকা 'আল ইয়াওম' এমন তথ্য প্রকাশ করে।

বর্তমানে সৌদি আরবে প্রবেশের জন্য ওয়ার্ক পারমিট, হজ্জ, ওমরা, ফ্যামিলি ভিজিট ও বিজনেস ভিজিট ভিসা চালু আছে, কিন্তু টুরিস্ট ভিসার কোন সুযোগ নেই। ওমরার সাথে টুরিস্ট ভিসা চালু হলে তা হবে ৩০ দিনের জন্য। এর মধ্যে ওমরা পালন ও মসজিদে নব্বী জেয়ারতের জন্য ১৫ দিন অতিবাহিত করতে হবে। বাকী ১৫ দিন ওমরা পালনকারীগণ টুরিস্ট সুবিধা পাবেন ও যে কোন শহর ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে পারবেন।

ডেপুটি হজ্জ ও ওমরা মন্ত্রী বলেনতারা (ওমরা পালনকারী) যে কোন শহর ভ্রমণ করতে পারবেন, যদি সময় বাড়ানোর প্রয়োজন হয় তাহলে ওমরাহ পরিচালনাকারী সংস্থার মাধ্যমে সরকারের কাছে আবেদন করতে পারবেন।

Bootstrap Image Preview