Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্যাস নেই, সিলিন্ডার ভর্তি পানি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৪:৩১ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৪:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভোরে গৃহিণীদের যেতে হয় রান্নাঘরে। জ্বালাতে হয় চুলার মুখ। কিন্তু চুলা জ্বালাতে গিয়ে যদি দেখেন ভরা সিলিন্ডার থাকলেও চুলায় গ্যাস নেই তবে কেমন বিপত্তিতে পড়েন তারা! এমনই বিপত্তিতে পড়েছেন ভারতের কলকাতার বারাসতের নবপল্লি নামক এলাকার এক গৃহিণী।

অথচ মাত্র পাঁচ দিন আগে ভরা সিলিন্ডার কিনে এনেছিলেন তার স্বামী। তাহলে পাঁচ দিনেই শেষ সব গ্যাস! এতো রান্না তো করা হয়না এ পরিবারে!

সোমবার সকালে রান্নার সময় পুরনো সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় নতুন সিলিন্ডার এনে চুলায় সংযোগ দেন বারাসতের নবপল্লির ৯ নম্বর সূর্যসেন পল্লির বাসিন্দা সঞ্জিত।

তার অভিযোগ, নতুন সিলিন্ডার লাগানোর পর থেকেই চুলা জ্বলে বন্ধ হয়ে যাচ্ছিল।

বার দুয়েক এই ঘটনার পর ভয় পেয়ে যান এ দম্পতি। সিলিন্ডারটা খুলে রাখেন তারা। খবর দেন সার্ভিসম্যানকে।সার্ভিসম্যান ওই সিলিন্ডারটি পরীক্ষা করেন যা তা শুনে বারাসত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তিনি জানান, সিলিন্ডারে গ্যাস নেই, সিলিন্ডার ভর্তি রয়েছে পানি! বারাসত থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তোভোগী সঞ্জিত।

বাসারত থানা পুলিশ জানান, সিলিন্ডারটি এক্সপার্ট দিয়ে খতিয়ে দেখা হয়েছে। অভিযোগের সত্যতা মিলেছে। বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য সিলিন্ডারটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজন ডেলিভারি বয়কে আটক করা হয়েছে বলে জানান বাসারত পুলিশ।

Bootstrap Image Preview