Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষিদ্ধ মদপানে ২৭ জনের মৃত্যু, অসুস্থ তিন শতাধিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানে মদপানের পর বিষক্রিয়ায় অন্তত ২৭ জনে মৃত্যু হয়েছে এবং তিন শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে।রোববার দেশটির আধাস্বায়ত্তশাসিত বার্তা সংস্থা আইএলএনএ-র প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাষ্ট্রীয় জরুরি বিভাগগুলোর মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, পাঁচটি প্রদেশে প্রায় ১৭৬ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। ইরানে মদপানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। দেশটিতে এমন ঘটনা এর আগে আর কখনো ঘটেনি।

ইরানে মদপান একটি অপরাধ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মদপান নিষিদ্ধ হলেও এবং প্রায়ই পুলিশ অভিযান সত্বেও সেখানে অবৈধ মদ সহজলভ্য বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

Bootstrap Image Preview