Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানকে এক টাকাও দিবে না ভারত !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৫:১৬ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৫:১৬ PM

bdmorning Image Preview


পাকিস্তানের সঙ্গে নাকি চুক্তিভঙ্গ করেছে ভারত। সেই কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মামলাও করেছে কিন্তু এই ক্ষতিপূরনের এক টাকা দিতেও নারাজ ভারত।

২০১৪ সালে ভারত-পাক দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে মউ স্বাক্ষরিত হয় ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার, যার প্রথম সিরিজটি আয়োজন করার কথা ছিল পিসিবির৷ অথচ সীমান্তে পাকিস্তান ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে যাওয়ার ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ক্রিকেট সিরিজ খেলার অনুমতি দেয়নি বিসিসিআইকে৷

পাক বোর্ড অনুনয়-বিনয়ে ব্যর্থ হলে ৭০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইসিসির দ্বারস্ত হয়৷ দুবাইয়ে সেই মামলারই তিন দিনের সুনানি শুরু হওয়ার কথা সোমবার৷ আইসিসি ব্রিটিশ আইনজীবি মাইকেল বিলোফের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গড়ে সমস্যা সমাধানের ব্যবস্থা করেছে৷

পিসিবি সঙ্গে মউ স্বাক্ষরের অন্যতম তিন শরিক প্রাক্তন বোর্ড কর্তা এন শ্রীনিবাসন, অনুরাগ ঠাকুর সঞ্জয় প্যাটেল, তিনজনই আইসিসিতে গিয়ে বিসিসিআইয়ের হয়ে সাক্ষ দিতে অস্বীকার করেছেন৷ সুপ্রিম কোর্টের নির্দেশে অপসারিত বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর তো এককথায় এর প্রয়োজনীয়তা উড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘বিসিসিআই কোনও ভুল করেনি৷ তাই সুনানিতে উপস্থিত থাকার প্রয়োজন নেই৷ ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ দুদেশের ক্রিকেট বোর্ডের আভ্যন্তরীন বিষয়৷ এতে আইসিসি নাক গলানোর কোনও এক্তিয়ার নেই৷

Bootstrap Image Preview