Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুনরায় জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪০ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জর্ডান সংলগ্ন নাসিব সীমান্ত পুনরায় খুলে দিয়েছে সিরিয়া সরকার। শনিবার থেকে এ সীমান্ত দিয়ে পণ্য চলাচল করবে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। বিদ্রোহীরা দখলে নেয়ায় তিন বছর বন্ধ থাকার পর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ সীমান্তটি পুনরায় চালু করলো সিরিয়া।

সিরিয়ার পরিবহন বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে শনিবার জানিয়েছেন, জর্দান সীমান্তের নাসিব ক্রসিং পয়েন্ট খুলে দেয়া হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সীমান্ত ক্রসিংটি অবস্থিত।

মন্ত্রণালয় বলেছে, সীমান্ত দিয়ে সিরিয়া ও জর্দানের ট্রাক এবং অন্যান্য যান চলাচল শুরু হয়েছে। দুই মাস আগে সিরিয়া ও রুশ সেনারা এলাকাটি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে।

২০১৫ সালে এলাকাটি দখলে নেয়ার পর সন্ত্রাসীরা নাসিব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। এর আগে এ ক্রসিং পয়েন্ট ছিল সিরিয়া, জর্দান, লেবানন ও পারস্য উপসাগরীয় কয়েকটি দেশের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট।

Bootstrap Image Preview