Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত সফরে আসছেন পুতিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫২ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৪ ও ৫ অক্টোবর ১৯তম ভারত-রাশিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। এসময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন চুক্তি হতে পারে। এ উপলক্ষে চলতি সপ্তাহেই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্মেলনে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে চুক্তি করবে ভারত। এর মধ্যে রয়েছে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম, চারটি প্রজেক্ট ১১৩৫৬ ফ্রিগেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার এবং ২০০টি কেএ-২২৬টি হেলিকপ্টার।

এর আগে ২০১৬ সালে ভারত ৩৯ হাজার কোটি রুপিতে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছিল।

ক্রেমলিনের তথ্য দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ সফরে মোদি এবং পুতিন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এছাড়াও চলমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুগুলো নিয়েও কথা বলবেন তারা। পুতিনের এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর হতে পারে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন।

এর আগে, সর্বশেষ ২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিয়েছিলেন।

Bootstrap Image Preview