Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


জাতীয় ক্রিকেট লীগ দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। আগামী ১ অক্টোবর থেকে মাঠে গড়াবে চার দিনের ক্রিকেটের ২০তম এ আসর। আটটি দল নিয়ে দুই স্তরের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দেশের আটটি ভেন্যুতে। যথারীতি জাতীয় ক্রিকেট লিগের এই আসরেরও স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

দেশের মোট ৮টি ভেন্যুতে এবারের জাতীয় ক্রিকেট লিগের খেলা অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও দুই স্তরে জাতীয় ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে। টায়ার ওয়ানে খেলবে গতবারের চ্যাম্পিয়ন খুলনা, গতবার টায়ার টু থেকে টায়ার ওয়ানে উত্তীর্ণ হওয়া রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ। টায়ার টু তে অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্টো। ডাবল লিগ পদ্ধতিতে এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল নিেেজেদর টায়ারের অপর তিনটি দলের সাথে দুইবার মুখোমুখি হবে। টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টু তে নেমে যাবে।

এশিয়া কাপে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম রাউন্ডে না থাকলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের ম্যাচে থাকতে পারেন। এশিয়া কাপের আসর শেষ করে আজই রাতে দেশে ফিরছেন ক্রিকেটাররা। আপাতত কিছুদিন তারা বিশ্রামে থাকবেন। সামনের মাসে ১৬ অক্টোবর ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলার জন্য জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফর করবে। এই সফরকে সামনে রেখে ১০ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু হবে।

Bootstrap Image Preview