Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পাকিস্তানিরা ভাগ্যবান যে ইমরানের মতো নেতা পেয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৬ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview


পাকিস্তানিরা ভাগ্যবান যে ইমরান খানের মতো একজন নেতা পেয়েছে—এ কথা বলেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি বুশরা ইমরান। তিনি বলেছেন, স্রষ্টা যখন কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করাতে চান, তখন তিনি (স্রষ্টা) তাঁদের একজন রাজনীতিকের পরিবর্তনে এক নেতা দেন।

বিয়ের আগে আধ্যাত্মিক বিষয়ে মগ্ন ছিলেন বুশরা। এখন পরিবর্তিত জীবন নিয়ে বুশরা বলেন, ‘আমার অতীত জীবনে লোকজন আমার কাছে আসতেন স্রষ্টা ও তাঁর দূতের নৈকট্য পাওয়ার জন্য। আর এখন তাঁরা আমার কাছে আসেন খান সাহেবের (ইমরান) সঙ্গে দেখা করার জন্য।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী ফার্স্ট লেডি বুশরা সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে বুশরা স্বামী ইমরান খানের নেতৃত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।সাক্ষাৎকারে বুশরা তাঁর স্বামীর সহজ সরল জীবনযাপন কথাও উল্লেখ করেন।

ফার্স্ট লেডি বলেন, আরাধনা ও প্রার্থনা গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ মানবজাতির সেবা করা। তিনি বলেন, ‘আমি তাঁকে শিখিয়েছি আরাধনা স্রষ্টার কাছাকাছি নিয়ে যায়। তিনি (ইমরান) আমাকে শিখিয়েছেন তাঁর (স্রষ্টা) সৃষ্টির প্রতি ভালোবাসা তাঁর (স্রষ্টা) কাছে নিয়ে যায়।’

ইমরানের বিশেষ কোনো পোশাক বা খাবারের প্রতি মোহ নেই। তিনি (ইমরান) এই জীবনে আর কিছুই চান না। ইমরানের সাদামাটা জীবন নিয়ে মুগ্ধতা প্রকাশ করে বুশরা বলেন, আমি কখনো দেখিনি এমন সহজ-সরল মানুষ।

ফার্স্ট লেডি হিসেবে নিজের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান বুশরা। এতিম ও প্রতিবন্ধীদের জন্য কাজ করবেন বলে জানান তিনি।

Bootstrap Image Preview