Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়াবর্ধনে, কোহলি ও ধোনিকে টপকালেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


এশিয়া কাপের ১৪তম আসরের সুপারের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৩৭ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এই জয়ের সুবাদে ফাইনালে উঠে বাংলাদেশ।

বুধবারের ম্যাচে ৯৯ রানের ইনিংস খেলার পথে শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন মুশফিক। জয়াবর্ধনে, কোহলি ও ধোনিকে টপকে এশিয়া কাপে এখন সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশিফক।

টুর্নামেন্ট ইতিহাসে এখন পর্যন্ত ২০ ম্যাচে সর্বোচ্চ ৬৯৪ রান মুশফিকুরের। জয়াবর্ধনে ২৮ ম্যাচে ৬৭৪, কোহলি ১১ ম্যাচে ৬১৩ ও ধোনি ১৮ ম্যাচে ৬১২ রান করেছেন।

Bootstrap Image Preview