Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে বসেই যুক্তরাষ্ট্রে চাকুরির সুযোগ!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশি বংশোদ্ভূত ইয়ান শাকিল ২০১২ সালে সান ফ্রান্সিসকোতে অগমেডিকস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির সেবা কাজে লাগিয়ে রোগী দেখার সময় চিকিৎসকদের কথোপকথন ও চিকিৎসা পরামর্শ তথ্যগুলো অন্য দেশে বসেও এন্ট্রি করা যায়।

দেশে বসেই যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরির সুযোগ দিচ্ছে তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান এই অগমেডিকস বাংলাদেশ। এরই মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের আওতায় তারা।

‘অগমেডিকস স্ক্রাইব অ্যাচিভারস নাইট’ অনুষ্ঠানে ১৬০ জনকে প্রশিক্ষণ ও সংবর্ধনা দিয়েছে অগমেডিকস বাংলাদেশ প্রতিষ্ঠান।

অগমেডিকসের প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিরা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কাজ করছেন। উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ, অগমেডিকসের প্রতিষ্ঠাতা ইয়ান শাকিল, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রমুখ।

Bootstrap Image Preview