Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিদের বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৫ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে জন্য নিউইয়র্কে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ১১ সদস্যের সরকারি প্রতিনিধি দল। সেখানে সেখান থেকে সেই ১১ জন প্রতিনিধিকে নিয়ে এশিয়া কাপে ফাইনাল নিশ্চিত করা মাশরাফির বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জয়ের পর হোটেলে ওই সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি পাকিস্তানের বিরুদ্ধে আজকের জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’আবুধাবীতে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের বিজয়ের পর প্রধানমন্ত্রী তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন।

প্রধানমন্ত্রী জয়ের এই ধারবাহিকতা বজায় থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি জয়ের যে ধারা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে।’

‘ভি সাইন’ প্রদর্শণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আগামীতেও এমনি অনেক বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে ইনশাল্লাহ। এই বিজয় আমাদের।’

অভিনন্দন বার্তায়, দলের সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় দলের সকল কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে অভিনন্দন জানান, -বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বাংলাদেশ আজ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে কার্যত সেমিফাইনালে পরিনত হওয়া ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩৭ রানে পরাজিত করে ৬ জাতির এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের ফাইনালে স্থান করে নিয়েছে।আগামী শুক্রবার আবুধাবী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ চতুর্দশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সপ্তাহব্যাপী সরকারি সফরে গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছান।

Bootstrap Image Preview