Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণ বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপী বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ফায়জুন সিতু, গণ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪ AM

bdmorning Image Preview


গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথরাপী বিভাগের ৩৪তম ব্যাচের নবীনবরণ এবং  ২৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় গণস্বাস্থ্য পিএইচএ ভবনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা পর্বের পর দ্বিতীয় অংশে ফিজিওথেরাপী বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা, নাটক দিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা.লায়লা পারভীন বানু বলেন ফিজিওথেরাপিষ্টরা বহুদিন প্রত্যাশা করছে একটি সতন্ত্র কাউন্সিলের আমি আশা করবো অতিদ্রুত কাউন্সিল যেন গঠিত হয়। এসময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার মান আরো বৃদ্ধি করে যোগ্য ফিজিওথেরাপিষ্ট হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বলেন, ফিজিওথেরাপিষ্টরা চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ, তোমাদের উচিৎ ব্যবহারিক বিষয়ে দক্ষতা অর্জন করা তাহলে ভালো ফিজিওথেরাপিষ্ট হতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা.নাসিমা ইয়াসমিন (পিটি),শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডা.সুলতানা ফারহাত জাহান রুনু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ডা.রুহুল আমিন, ডা.উত্তম কুমার দাস,অ্যা লামনাই এসোসিয়েশন এর সভাপতি ডা.আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা.হামিদুর রহমান, ডা.রূপক চন্দ্র রায়, ডা.তারেক, ডা.সেলিম হোসাইন, ডা.রিফাত সুলতানা, ডা.সোহেল আহম্মেদ, ডা.ড্যানি সহ প্রায় তিনশত শিক্ষার্থী। 

Bootstrap Image Preview