Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার গুগলের বিরুদ্ধে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সার্চ ইঞ্জিনে ট্রাম্প নিউজ অনুসন্ধান করলে গুগলে ট্রাম্প সম্পর্কিত সব নেতিবাচক খবর দেখায় বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমও ট্রাম্পকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ রয়েছে।

তবে গুগল অবশ্য পক্ষপাতিত্বের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ফেসবুক ও টুইটারও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রথ্যাখ্যান করেছে। তবে এসব অভিযোগের ভিত্তিতে নতুন একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিষ্ঠানগুলোর পক্ষপাতিত্বর অভিযোগে নতুন খসড়া নির্বাহী আদেশ তৈরির কাজ করছে হোয়াইট হাউস।

ফেসবুক, গুগল, টুইটারসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অসত্য তথ্য ও ফৌজদারি তদন্তের বিধান রেখে নতুন একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে হোয়াইট হাউস নতুন ওই আইনের খসড়া প্রস্তুত করেছে।

এখন শুধু ট্রাম্পের স্বাক্ষর বাকি। তবে হোয়াইট হাউস শনিবার তা প্রত্যাখ্যান করেছে। 

নতুন এ নির্বাহী আদেশ জারি হলে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে তদন্ত করতে পারবে মার্কিন প্রশাসন। গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

Bootstrap Image Preview