Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে ২২ অক্টোবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৯ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview


জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবরে পালিত না হয়ে ২২ অক্টোবর পালিত হবে। ২০ ও ২১ অক্টোবর বন্ধ থাকার কারণে ২২ অক্টোবর দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে ১৩তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ১ম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ বারের বিশ্ববিদ্যালয় দিবসে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে-বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। র‌্যালির সার্বিক ব্যবস্থাপনায় থাকবে প্রক্টর দফতার। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করবে সংগীত ও নাট্যকলা বিভাগ। এ ছাড়াও চারুলা বিভাগের উদ্যোগে চিত্রকলা প্রদশর্নীর আয়োজন করা হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, দফতর প্রধান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবসে সকল বিভাগ ও দফতরসমূহ খোলা থাকবে।

Bootstrap Image Preview