Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর বিদ্রোহী নেতার স্মৃতিতে ডাকটিকিট প্রকাশ করল পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরে জঙ্গিদের ফের উসকানি দিল পাকিস্তান সরকার। কোনও বিবৃতি দিয়ে নয়, এবার নিহত জঙ্গি নেতা বুরহান ওয়ানির নামে ডাকটিকিট প্রকাশ করল পাকিস্তান সরকার।

কাশ্মীরের বিভিন্ন ঘটনা নিয়ে মোট ২০টি ডাক টিকিট প্রকাশ করেছে পাকিস্তানের ডাক বিভাগ। কী নেই সেখানে! টিকিটের নীচে লেখা কাশ্মীরে ভারতের অত্যাচার।

আর ছবিতে কোথাও রয়েছে পুলিসের লাঠিচার্জ, কোথাও মৃতদেহের ছবি, কোথাও মহিলাদের ছবি-লেখা হাফ উইডো, কোথায় দাবি করা হয়েছে গণকবরের ছবি, কোথাও রাসায়নিক হামলার দাবি করে মৃতদেহের ছবি দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর খবর অনুযায়ী, গত ২৪ জুলাই কাশ্মীর দিবস উপলক্ষে করাচির পাক ডাক বিভাগের সদর দফতর থেকে ওই ডাকটিকিট প্রকাশ করা হয়।

বিভিন্ন অনলাইন সংস্থায় পাওয়া যাচ্ছে সেগুলো। পাকিস্তানি মুদ্রায় ২০টি ডাকটিকিটের দাম পড়ছে মোট ৫০০ টাকা।

এছাড়াও ডাকটিকিটের কোথাও কোথাও গণকবরের ছবি দেখা হয়েছে, কোথাও রাসায়নিক হামলার দাবি করে মৃতদেহের ছবি দেয়া হয়েছে।

হিজবুল মুজাহিদিন জঙ্গি নেতা বুরহান ওয়ানির ক্ষেত্রে লেখা হয়েছে, বুহান ওয়ানি(১৯৯৪-২০১৬), ফ্রিডম আইকন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত ২৪ জলাই কাশ্মীর দিবস উপলক্ষ্যে করাচির পাক ডাক বিভাগের সদর দফতর থেকে ওই ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন অনলাইন সংস্থায় পাওয়া যাচ্ছে ওই ডাক টিকিট। পাকিস্তানি মূদ্রার ওই ২০টি ডাক টিকিটের সিরিজের দাম পড়ছে ৫০০ টাকা।

এসব ডাকটিকিট প্রকাশে পাকিস্তান সন্ত্রাসীদের শহীদ বলে উগ্রবাদীদের উসকে দিচ্ছে বলে অভিযোগ করছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুলাই ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ভারতীয় সেনা কর্তৃক গুলিবিদ্ধ হয়ে মারা যায় হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানি।

সে সময় দলটির আরও দুই শীর্ষ নেতা নিহত হয়। বুরহান ওয়ানির মৃত্যুতে পরপর কাশ্মীরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।

বুরহান হত্যায় তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সেনাপ্রধান বাজওয়া খোলাখুলি বুরহানের প্রশংসা করে বিবৃতি দেন। বুরহানকে কাশ্মীরের একজন ক্যারিসম্যাটিক লিডার বলে আখ্যা দিয়েছিল পাক সরকার।

Bootstrap Image Preview