Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুরুতেই শান্ত ও লিটনের বিদায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


সুপার ফোরের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা।প্রথমে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ২১ রান।

শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর ভারতের বিপক্ষেও কিছু করতে পারলেন না লিটন দাস।প্রতিদিনের শুরুটা যেন তিনি একই রকম করতে চান।লিটনের বিদায়ের পর তামিমের বদলি খেলোয়াড় শান্তর বিদায় হতে বেশি দেরি হলো না।মাত্র ৭ রান করে ক্যাচ আউট হন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

আউট হয়েছেনঃ লিটন(৭), শান্ত(৭)।

মাশরাফি একাদশে দুটি পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। বাদ পড়েছেন রনি ও মুমিনুল।অন্যদিকে ভারতীয় দলে আজ একটি পরিবর্তন এসেছে। হার্দিক এর জায়গায় খেলবেন জাদেজা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/ আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান রুবেল হোসেন

ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ সিংহ, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চহাল জাদেজা

Bootstrap Image Preview