Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩ AM

bdmorning Image Preview


পাকিস্তানকে ধরাশায়ী করে ভাল ফর্মে রয়েছে ভারত। অন্য দিকে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে বিধ্বস্ত মাশরফি বাহিনী। এই অবস্থায় শুক্রবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। চোট আঘাতে ইতিমধ্যেই দল থেকে ছিটকে গিয়েছেন হার্দিক, শার্দুল, অক্ষর। ফলে ভারতের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত। দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ সিংহ, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চহাল ও খলিল আহমেদ।

অন্যদিকে ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশেও থাকতে পারে একাধিক পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকা মুশফিক ও মুস্তাফিজ আজ ভারতের বিপক্ষে স্কোয়াডে ফেরা নিশ্চিত। সেক্ষেত্রে আজ বাদ পড়তে পারেন আবু হায়দার রনি ও মমিনুল।লিটনের সঙ্গী হিসেবে আজও থাকতে পারেন নাজমুল হাসান শান্ত। এছাড়া সৈতকের জায়গায় দেখা যেতে পারে আরিফুল হককে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/ আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

Bootstrap Image Preview