Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুলনায় দ্বিতীয় দিনে সোহান ও আল আমিনের দ্যুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৪ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৬ AM

bdmorning Image Preview


জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে চার দিনের প্রস্তুতি ম্যাচে  ৯ উইকেটে ২৮৯ রান করে ইনিংস ঘোষণা করেছে সবুজ দল।  সবুজ দলের হয়ে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। জবাবে  ১ উইকেটে ৪৬ রান করে দিন শেষ করেছে লাল দল। আল আমিন জুনিয়রকে (০*) নিয়ে অপরাজিত আছেন সৌম্য সরকার (২১*)।লাল দলের হয়ে আজ চার দিনের টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করবেন মোহাম্মদ আশরাফুল।

বাজে আউটফিল্ডের জন্য আগের দিন দুই সেশনের পর আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনেও এর জন্য ব্যহত হয় খেলা। মাঠ প্রস্তুত করে দুপুর দেড়টায় শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। আগের দিনে ৬ উইকেটে করা ১৭৭ রান নিয়ে ব্যাট শুরু করে সবুজ দল।

প্রথম দিন খেলা হয়েছিল ৫২ ওভার, দ্বিতীয় দিন হয় ৪৪ ওভার। ১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা মেহেদি হাসান ফিরে যান ৩১ রান করে। এরপর তাইজুল ইসলাম, কামরুল ইসলামদের নিয়ে দলকে এগিয়ে নেন সোহান। সোহান একপ্রান্ত ধরে খেললেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে সবুজ দল।

শেষ পর্যন্ত ৮ চার ও ৪ ছক্কায় ১৩৩ বল মোকাবেলায় ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। সোহান ছাড়াও সবুজ দলের ইনিংসে দ্যুতি ছড়ান জাতীয় দলের আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েস। প্রতিকূল পরিস্থিতিতে আগের দিন অর্ধশতক হাঁকিয়ে ৫৮ রানে আউট হন তিনি।

লাল দলের বোলারদের মধ্যে আলো ছড়ান আল-আমিন। ৪ উইকেট শিকার করা এ বোলারের বিপরীতে ম্যাচে ২টি উইকেট নেন আবু জায়েদ রাহী। তাছাড়া ১টি করে উইকেট নেন জুবায়ের হোসেন লিখন, তাসকিন আহমেদরা।

সংক্ষিপ্ত স্কোর :

বিসিবি সবুজ দল : ৭৮ ওভারে ২৮৯/৯ ইনিংস ঘোষণা (ইমরুল ৫৮, সাদমান ৭, জাকির ১৩, মাহমুদ ১৪, মিজানুর ১৫, তানবীর ১৭, সোহান ১০১*, মেহেদি ৩১, তাইজুল ১২, রাব্বি ৫, খালেদ ০*; আবু জায়েদ ২/৪৫, তাসকিন ১/৪৪, ইফতেখার ১/৪৯, আল আমিন জুনিয়র ৪/৩৮, সানজামুল ০/৫৪, সৌম্য ০/৯, জুবায়ের ১/৪৪)

বিসিবি লাল দল : ১৮ ওভারে ৪৬/১ (সাইফ ২৪, সৌম্য ২১*, আল আমিন জুনিয়র ০*; খালেদ ০/১৪, রাব্বি ০/১৪, তাইজুল ১/৬, মেহেদি ০/১, এবাদত ০/১০)

Bootstrap Image Preview