Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবসর ভেঙে দিলশানের ফেরার ইঙ্গিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪০ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪০ AM

bdmorning Image Preview


ফের ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ওপেনার দিলশান। দুবছর আগে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটের বেহাল দশা দেখে ফের দলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা পেষণ করেছেন। বিবিসির রিপোর্টার আজ্জাম আমিনের ট্যুইট থেকে নাকি এমন তথ্যটাই পাওয়া যাচ্ছে।

সেই গুঞ্জনের জবাব দিয়েছেন দিলশান। তিনি জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটের স্বার্থের জন্য অবদান রাখতে চান। সেটা ক্রিকেটার হিসেবে হোক আর পরামর্শক হিসেবে হোক। দেশের ক্রিকেটের ভালোর জন্য তিনি অবসর ভেঙে ফিরতেও প্রস্তুত। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কা ক্রিকেট কিংবা শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রনালয় তাকে অনুরোধ করতে হবে। তাহলেই তিনি বিষয়টি ভেবে দেখবেন।

দিলশান বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছি। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা আমার জন্য কঠিন কিছু নয়। আমি সব সময় আমার দেশের কথা চিন্তা করি। আমি আমার অবসরের আগ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে খেলেছি। তবে আমি মনে করি দেশের জন্য আমার আরো বেশি কিছু করা উচিত ছিল।’

একসময় শ্রীলঙ্কা দলে ছিলেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, সনথ জয়সূর্য, মুরলিধরনের মত তারকা ক্রিকেটার। সেই দলের নিয়মিত সদস্য ছিলেন দিলশান। বর্তমানে একে একে সবাই অবসর নিয়ে শ্রীলঙ্কা দলের অবস্থা খুব একটা ভালো নয়। তাই আবার জাতীয় ফিরতে চাইছেন দিলশান।

এশিয়া কাপে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। কিন্তু এবার গ্রুপ পর্যায়ের প্রথমেই বাদ পড়েছে শ্রীলঙ্কা। এইরকম অবস্থা দেখেই হয়তো আবার ফিরতে চাইছেন দিলশান।

Bootstrap Image Preview