বিয়েতে শোপিস, শাড়ি, অলঙ্কার, বই কিংবা টাকা উপহার দেয়া হয়ে থাকে। কিন্তু এসব পরিচিত কোনো উপহার নয়; বৌভাতে উপহার এলো পাঁচ লিটার পেট্রল!
সম্প্রতি ভারতের তামিলনাড়ুর কুল্লাডোর নামক স্থানে এক বিয়ের অনুষ্ঠানে বরের বন্ধু উপহার হিসেবে পাঁচ লিটার পেট্রল দিয়েছেন।
নিজের স্বামীর বন্ধুর হাত থেকে এই উপহার দেখে প্রথমে হকচকিয়ে যান নববধূ। তবে তার বরও যে বন্ধুর উপহার দেখে অবাক হয়ে যাননি এমনটা ভাবার কোনো কারণ নেই।
এ ঘটনায় মুহূর্তেই পুরো বাড়িতে কানাঘুষা হয়ে যায়। এমন অভিনব উপহারের জেরে ভরা বিয়েবাড়িতে ওঠে হাসির রোল।
এমন অভিনব উপহারে হতবাক অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিরা। অনেকে এ নিয়ে হাসি-ঠাট্টাও করেছেন। তবে বন্ধুকে সাহায্য করতেই নাকি এ উপহার দিয়েছেন বলেন জানান সেই বন্ধুটি।
উল্লেখ্য, ভারতের বাজারে দিন দিন বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম। জ্বালানির ঊর্ধ্বমুখী দরের সঙ্গে সামাল দিতে গিয়ে নাভিশ্বাস আমজনতার।
বন্ধুর বিয়েতে পাঁচ লিটার পেট্রল উপহার দুর্মূল্যের বাজারে এর চেয়ে ভালো উপহার আর কী বা হতে পারে?