Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাকরি প্রার্থীদের সহায়ক হিসেবে কাজ করবে বালিয়াডাঙ্গী গণগ্রন্থাগার

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৭ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৭ AM

bdmorning Image Preview


বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বিখ্যাত মনীষীদের জীবনী, সাধারণ জ্ঞান, গল্প, উপন্যাস, কবিতা, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা, সরকারি-বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি, বালিয়াডাঙ্গী উপজেলার ইতিহাস, ঠাকুরগাঁও জেলার ইতিহাসসহ নানা অজানা বিষয় জানাতে বালিয়াডাঙ্গী'র গণগ্রন্থাগারটি শিক্ষার্থী, চাকরি প্রার্থী, শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণির বই পড়ুয়া মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গণগ্রন্থাগারটিতে পাঠকেরা নিজেদের চাহিদামত পাঠ্যপুস্তক পড়তে পারবেন। 

তিনি বলেন, লাইব্রেরীর যে ধরণের পাঠ্যপুস্তক থাকে সেগুলোর পাশাপাশি চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন চাকরির বিজ্ঞাপন, পড়ার জন্য চাকরি সম্পর্কিত গাইড, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্সসহ চাকরি পরীক্ষা সহায়ক বই রাখার ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়াও এখানে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা পড়বার ব্যবস্থাও করা হয়েছে। 

বালিয়াডাঙ্গীর গণগ্রন্থাগারে সব শ্রেণির মানুষকে জ্ঞান অর্জনের পাশাপাশি পাঠ্যভাস গড়ে তোলার জন্য নিয়মিত বই পড়ার আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি।

Bootstrap Image Preview