Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পাকিস্তানি সেনারাই এখন সে দেশের সরকার চালাচ্ছে'

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৯ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৯ AM

bdmorning Image Preview


পাকিস্তানি সেনারাই এখন সে দেশের সরকার চালাচ্ছে। এখন দেখার বিষয় নতুন প্রধানমন্ত্রী সেনার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেন কি না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং।

সাম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে টু প্লাস টুবৈঠকের পর সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে সরবে সুষমা জানান, পাকিস্তানে এখনও সেনা শাসনই অব্যাহত। ইমরান খানের নাম মুখে না এনে তিনি বলেছেন, ‘দেখা যাক উনি সেনার আধিপত্য থেকে বেরিয়ে আসতে পারেন কি না।

ভি কে সিং আরো জানান, ‘পাকিস্তানে নতুন সরকারের কারণে বদল ঘটবে কি না তা এই মুহূর্তে বলা সম্ভব না। অপেক্ষা করে দেখতে হবে। এটা ভুলে গেলেও চলবে না যে পাক সেনারাই ইমরানকে ক্ষমতায় বসিয়েছে।

তবে এই ধরনের মন্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছে না কূটনৈতিক শিবির। ইমরান খান আসার পর কিছু আস্থাবর্ধক পদক্ষেপ নিয়েছে দুই দেশই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি লিখে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থায়ী সমাধানের ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী নভেম্বরে সার্ক সম্মেলন ইসলামাবাদে করতে তৎপর পাকিস্তান। ভারতকে সে সম্মেলনে যোগ দেওয়ানোটাই কূটনৈতিক অগ্রাধিকারের মধ্যে পড়ছে ইমরান খানের। কিন্তু ভারতের জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে পাক প্রশ্নে এত খোলা মনের হতে চাইছে না দিল্লি।

Bootstrap Image Preview