Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় বন্যা, নিহত শতাধিক 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৪ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


নাইজেরিয়ায় বিভিন্ন প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হয়েছে বন্যা। বন্যায় কমপক্ষে ১০০ জন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঘোষণা দিয়েছে, নাইজেরিয়ার চারটি প্রদেশে বন্যায় ভেসে গেছে। প্রদেশগুলো হলো-কোগি, নাইজার, আনামব্রা ও ডেল্টা। এসব প্রদেশে সরকার বন্যা কবলিতদের উদ্ধার করে তাদের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে গতকাল সোমবার দেশটির জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা'র মুখপাত্র সানি দত্তি বলেন, আমাদের হাতে আসা তথ্য মতে দশটি রাজ্যে এখন পর্যন্ত ১০০ জন নিহত হয়েছে।

Bootstrap Image Preview