Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্রিদেশীয় বধির টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচেও বিজয়ী পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩০ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩০ AM

bdmorning Image Preview


ওয়ালটন ত্রিদেশীয় টি-টোয়েন্টি বধির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও জিতেছে পাকিস্তান। এর আগে শুক্রবার প্রতিযোগীতার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ৩৮ রানে হেরেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে পাকিস্তান।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১০১ রানে হারিয়েছে পাকিস্তান বধির দল।

ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তুলে ১৩৯ রান। জবাবে ৩৮ রানে থেমে যায় ভারতের ইনিংস। ১০১ রানের বিশাল হারে ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু করল বধির ক্রিকেটের এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন ওপেনার বিল্লাল ইউসুফ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া বিল্লাল ৬৭ বলে করেন ৭৮ রান। ২ চার ও ৬ ছক্কায় মাতিয়ে রাখেন স্টেডিয়াম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে ওমরের ব্যাট থেকে। জুব্বার ১৩ ও ওয়ালিদ ১০ রান করেন।

বল হাতে ভারতের হয়ে ২টি উইকেট নেন নাইডু।

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ভারত। আমিরের বলে সাজঘরে ফেরেন মানজিত। ওভারের শেষ বলে ফেরেন বীরেন্দর। পাওয়ার প্লে’ শেষ হওয়ার আগে ভারত হারায় আরও ২ উইকেট। ম্যাচ সেখানেই হেরে বসে তাঁরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২.৪ ওভারে গুটিয়ে যায় ভারত। সর্বোচ্চ ২০ রান করেন অভিষেক। এছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি।

বল হাতে পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন আমির ও নাঈম। ২টি উইকেট নেন তারেক। ১টি করে উইকেট পেয়েছেন ওমর ও ওয়াকাস।

টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন গ্রুপ। কো-স্পন্সর মার্সেল। ডাবল লিগ পদ্ধতিতে ফাইনালসহ মোট ৭টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। প্রতিটি ম্যাচে ম্যাচসেরার পুরস্কার দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি পাবে। আর রানার্সআপ দল পাবে ট্রফিসহ ২৫ হাজার টাকার প্রাইজমানি।
 

Bootstrap Image Preview