Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আদর্শ বউ’ তৈরি করতে বিশ্ববিদ্যালয়ে কোর্স চালু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩১ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩১ AM

bdmorning Image Preview


সংবাদপত্রের পাত্র-পাত্রীর বিজ্ঞাপনের পাতায় চোখ বুলোলেই চোখে পড়ে পাত্রের পরিবার কি ধরণের লক্ষ্মী, গুণবতী বউমা খুজেন।

মানুষের চাওয়ার শেষ নেই। অধিকাংশ বাবা-মায়ের চাওয়া থাকে বউকে হতে হবে গৃহকর্মে নিপুণা, সর্বকর্মে পারদর্শিণী। পাত্রের পরিবারের চাহিদার কথা মাথায় রেখেই সম্ভবত ভাল বউমা তৈরির পাঠ দিতে চলেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয় খবর জানিয়েছেন ভারতীয় সংবাদসংস্থা টাইমস অব ইন্ডিয়া।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালের বারকাতুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে তিন মাসের কোর্স। ভালো বউমা হতে চাইলে ভর্তি হয়ে যেতে হবে তাড়াতাড়ি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডি সি গুপ্তা জানিয়েছেন, সাধারণত বিয়ের পর নতুন পরিবেশে মেয়েরা যাতে সহজে মানিয়ে নিতে পাওে সেই জন্যই এই উদ্যোগ। একটি বিশ্ববিদ্যালয় হিসেবে সমাজের প্রতি আমাদের একটি দায়িত্ব রয়েছে।

আমরা শুধুমাত্র পড়াশুনার গণ্ডির মধ্যে আটকে থাকতে পারি না। নববধূরা যাতে নতুন জীবনে মানিয়ে নিতে পারে, সেজন্য তাদের তৈরি করাটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কর্তৃপক্ষ মনে করছেন, নারীর স্বাধীনতা অর্জনের লক্ষ্যে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে এই উদ্যোগ। পাইলট প্রজেক্ট হিসেবে সাইকোলজি, স্যোশিওলজি এবং ওমেনস স্টাডিজ বিভাগে শুরু হবে এই বিষয়ের পড়াশুনা। পড়ার বিষয়ও এগুলিই।

ডি সি গুপ্তা আরো জানিয়েছেন, আমাদের লক্ষ্য এই কোর্স শেষ হওয়ার পর মেয়েদের মধ্যে যেন সংসার ও সমাজে তাদের অবস্থান স্পষ্ট হয়। সমাজে একটা বদল আনাই আমাদের মূল লক্ষ্য। প্রথমবার ৩০ জন মেয়েকে নিয়ে শুরু হবে। এই কোর্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা কি হবে তা নিয়ে অবশ্য এখনও কেউ কিছু জানাননি।

এদিকে সাইকোলজি বিভাগের অধ্যাপক কে এন ত্রিপাঠি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তবে অনেক শিক্ষাবিদের কাছে এটি হাস্যকর উদ্যোগ। এর আগে বারানসি বিশ্ববিদ্যালয়ে এই ধরণের একটি উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও পরে তা ভুল বলে জানা যায়। তবে এ ক্ষেত্রে কি উদ্যোগের কি পরিণতি হবে তা এখনও নিশ্চিত নয়।

Bootstrap Image Preview